"বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র"
এই মাত্র (বিকাল ৪ টা ৪৫ মিনিটে) সাভারে রানা প্লাজা ধ্বসের ১৭ দিন পর জীবিত উদ্ধার করা হয়েছে রেশমী নামের একজনকে। তিনি এখন সাভারের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
উদ্ধারকর্মী মিরাজ বলেন - "তাকে বেসমেন্টে থাকা মসজিদ থেকে উদ্ধার করা হয়েছে। " সাংবাদিক এর প্রশ্নের জবাবে তিনি বলেন - "সেখানে পর্যাক্ত পানি ছিল। তিনি (রেশমা) হয়ত সেই পানি পান করেই বেঁচে ছিলেন"।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন - "সেখানে আরো দুজনের লাশ পাওয়া গেছে তবে জীবিত আর কাউকে পাওয়া যায় নি"
127 Hours মুভিটির কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের? "১২৭ ঘন্টা" মুভিটিতে পর্বতারোহী Aron Ralston পাহাড়ের মধ্যে আটকা পড়েছিলেন ১২৭ ঘন্টার জন্য। নিজের আটকে পরা হাত কেটে বেড়িয়ে আসেন তিনি। বাঁচার আকুলতা কতটা প্রবল হতে পারে তার কিছুটা নমুনা দেখতে পাবেন সত্য ঘটনা নিয়ে নির্মিত এই মুভিতে। আর আমাদের সাভারে রানা প্লাজা ধ্বসের ১৭ দিন (৪০৮ ঘন্টা) পরে জীবিত উদ্ধার হলেন সেলাই দিদিমনি রেশমা। ৪০৮ ঘন্টা! এও সম্ভব? আল্লাহ চাইলে সবই সম্ভব।
[ছবি পরিচিতিঃ বামে Aron Ralston ও ডানে Aron Ralston এর নাম ভূমিকায় অভিনয় করা James Franco]
সেদিন বেশি দূরে নয় যেদিন আমাদের রেশমাকেও নিয়েও মুভি হবে। SURVIVAL OF THE FITTEST অনুষ্ঠানে রেশমার সাক্ষাৎকার হবে। আর সেইসব মুভি-সাক্ষাৎকার আমাদের বারে বারে মনে করিয়ে দেবে সাভার ট্রাজেডির ভয়াবহতার কথা, ৯০০ পেরোনো লাশের কথা।
আমরা রেশমার আশু সুস্থতা কামনা করছি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।