বালক জানে না তো কতটা পথ গেলে, ফেরার পথ আর থাকে না কোনো কালে... কয়েক দিন আগে হুমায়ুন আহমেদের "একটি সাইকেল ও কয়েকটি ডাহুক পাখি" এবং জাফর ইকবালের "প্রডিজি " বই এর লিংক দিয়েছিলাম। আজ আবার নেট থেকে কালেক্ট করে পুফি বই এর লিংক দিলাম। পুফির গল্প একটা বিড়াল নিয়ে । যে একই সাথে বাস্তব এবং এর রিভার্স একটা জগতের লিংক হিসেবে কাজ করে। বিষয়টা নিয়ে হুমায়ুন আহমেদের আরো অনেক লেখা পড়েছি। কাজেই একটু পুরানো, তবে খারাপ লাগেনি আমার। যারা পড়তে চান তাদের জন্য ডাউনলোড লিংক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।