আমাদের কথা খুঁজে নিন

   

দেশ মাতা তোমার শান্তি চাইয়া / আমি কবি শুধুই ছবি গিতি কবিতা

সোনার কবি জীবন অঙ্গার হইল গো দেশ মাতা তোমার শান্তি চাইয়া কত সুখের উৎস লুকাইল দেখলাম না তাকাইয়া গো ২ দেশ মাতা তোমার শান্তি চাইয়া । ফাগুন গেল ফুলের ঘ্রানে তারুণ্যর নয়নে ভালবাসার মানুষ গেল আশার প্রদীপ বুনে কত স্বপ্ন উড়াল দিল না রাখলাম জাগাইয়া গো ২ দেশ মাতা ''''''''' সমাজ সেবায় দিলাম প্রান উজার করে ঘর নিজে কত কষ্ট করেও তাজা রাখতাম অন্যর অন্তর তাতেই মনে শান্তি ধরত কি আনন্দে মজিয়া গো ২ দেশ ''''''''' কেমন সময় আইল মনা সে স্মৃতি মনে পড়ে ভয় লাগে কেন জানি গভীর ও অন্তরে হিসাব মিলাতেই দেখি বেলা যায় বহিয়া গো ২ দেশ '''''''''

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।