আমাদের কথা খুঁজে নিন

   

ভুল প্রেমে একিলিস-প্যারিস-হেক্টর-এড্রোমিনা ও নেফারতিতির মায়াবী মোহ

ভুল করে ভালবেসে আমি না হয় পাপ করেছি তুমি একবার ভুল করো খমা করে। অচেনা সময়ের মুখোমুখি হতে হতে আমি সত্যিই কান্ত এক আদিম পাথর তোমাদের জগতে চেনা আর অচেনা উভয়েই য়িষ্ণু ভুল মায়ায়। যে হারিয়ে যেতে চায় তাকে বাধাঁ দেয়ার মানে কী? এভাবে নীরতার অলুণে মুহূর্তে তুমি আর আমি একই উৎসে হেটে চলি। অনাঘ্রাতা ফুল আর অপ্রত্যাশিত ভাললাগা দুই সমান কবিতার খাতায় না পাওয়ার মাঝে চাওয়ার আবার মাহাত্ম্য কোথায়? এখনো ভালবেসে য়ে য়ে পুরনো হই তবুও তোমার মুখোমুখি হওয়ার মতো নষ্ট হইনা । কতগুলো মুখস্ত মুখ আর কিছু অব্যক্ত প্রত্যাশা এখন নিত্য প্রলাপ যেখানে একিলিস-প্যারিস-হেক্টর-এড্রোমিনা ও নেফারতিতি একই পথের যাত্রী। (উৎসর্গ: ক্যা¤পাসে আমার প্রিয় বন্ধু আব্দুল আলীম ধ্রুবকে, যার ভালবাসা কখনো পুরনো হয়না।)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।