আমাদের কথা খুঁজে নিন

   

কেন রাইসা কেন?

কেন রাইসা কেন? (রাইসা চলে গেছে না ফেরার দেশে,তার উদ্দেশ্যে) রাইসার মতো ফুল কেন ফোটার সাথে সাথে ঝরে যায়? যারা জন্মের পর পৃথিবীটোকে দেখা,চেনা,জানা আর এই ধরিত্রীকে কিছু দেয়ার পূর্বেই অকালমৃত্যুর কোলে ঢলে পড়ে, তাদের তাহলে জন্মই বা কেন হয়? শোক নাকি আস্তে আস্তে কমে যায়,ভুলে যায় সবাই ! তাই কি?না,কখনো নয় ।এ কি সম্ভব? গৃহিণী যেমন রান্নার পর ক্ষণিকের জন্য আগুনকে ছাই চাপা দিয়ে রাখে,এ ও ঠিক তেমনি,মস্তিষ্কের কোন এক নিভৃত কোষে চাপা দিয়ে,লুকিয়ে রেখে দিই শোকের মূল্যবান এক বাক্স ! মাঝে মাঝে ছাই উড়ে যায়,গোপন কুঠুরী থেকে কষ্টগুলো বেরিয়ে এসে অশ্রু ঝরায় গর্ভধারিনী মায়ের,বাবার বুকে চাপ চাপ ব্যথার অনুভূতি,নিকটজনদের কণ্ঠরোধ করে দেয়! আমৃত্যু এই অপূরণীয় বেদনার স্মৃতি ফিরে ফিরে আসে ! রাইসা মনি,তুমি যে পবিত্র স্থান আর সর্বশক্তিমানের কাছ থেকে এসেছিলে,আবার সেখানেই ফিরে গেছো ! তবে আমাদের মনে মুখে একটাই শোকের প্রশ্নবোধক চিহ্ণ, ‘চলেই যদি যাবে,কেন এসেছিলে তবে,কেন রাইসা কেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।