আমাদের কথা খুঁজে নিন

   

তিন জোড়া আজাইড়া প্রশ্ন।

জানি কোন পন্থীই এসব প্রশ্নের জবাব দিতে আগ্রহী হবেন না তবু প্রশ্নগুলো রাখার জন্য রাখছি। ১ম জোড়া- সরকার পন্থীদের জন্যঃ ১) তত্ত্বাবধায়ক সরকার থাকলে দেশের কি ক্ষতি? ২) না থাকলে দেশের কি কি উপকার? ২য় জোড়া- সরকার বিরোধিদের জন্যঃ ১) তত্ত্বাবধায়ক সরকার না থাকলে দেশের কি ক্ষতি? ২) থাকলে দেশের কি কি উপকার? ৩য় জোড়া- আমজনতার জন্যঃ ১) তত্ত্বাবধায়ক সরকার থাকলে বা না আপনাদের কি কি লাভ/ ক্ষতি? ২) এইসব ক্যাচালের মাধ্যমে আপনারা কি কি অর্জন করেছেন? প্রশ্ন শেষ। জানি জবাব সবাই জানে। তাই কেউ জবাবও দেবেনা। যে যখন ক্ষমতায় থাকবে সে কখোনই চাইবেনা গদী ছাড়তে।

তাই গদীতে টিকে থাকতে যা যা ব্যবস্থা করার দরকার করবে। আর অন্যদিকে বিরোধীদল চাইবে সরকারকে যে কোন প্রকারে ঠ্যাং ধরে গদী থেকে নামাতে। কারণ এবার তাদের গদীতে আহোরণের পালা। প্রত্যেকেই ক্ষমতায় আসার পরে সবকিছু গোড়া থেকে শুরু করবে। যেন আগের সরকার ছিল বৃটিশ বা পাকি।

কাজেই তাদের সব কর্মসূচি বাতিল। একবারের জন্য কেউ ভাববেনা, আগের সরকারের আমলে যে কাজগুলো যতটুকু করা হয়েছে তা জনগনের টাকা দিয়েই। কোন দলই ঘর থেকে অর্থ এনে ব্যায় করেনি। আবার গোড়া থেক করার মানে জনগনের টাকা জলে ফেলা। আর আমরা জনগন, মাছের মতো একবার এ পিঠ ভাজা হলে ভাবি ও পিঠটাই মনে হয় বেশী ভালো।

আবার ৫ বছর পরে ও পিঠ ভাজা শুরু হলে ভাবি, ও পিঠটাই তো ভালো ছিলো। একটু কম পুড়তো। আর এই ভাজাভাজি করতে করতে কখন যে পুড়ে কয়লা হবার জোগাড়, বেড়ালেও মুখে দেবেনা, তা ভাবিনা। যাক, ফালতু প‌্যাচাল যত কম করা যায়, ততোই ভালো্। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।