সব জানি ঘরে বসে দাঁতের মাজন তৈরি করুন ঘরে বসে দাঁতের মাজন তৈরি করা খুবই সহজ একটি কাজ। আপনিও খুব সহজে ও অল্প খরচে এটি তৈরি করতে পারেন। উপাদান: ১.চক পাউডার(রং বা হার্ডওয়ার্স এর দোকানে পাওয়া যায়) ২.ফিটকারি (বানাতি দোকানে পাওয়া যায়) ৩.কর্পুর(বানাতি দোকানে পাওয়া যায়) ৪.লবণ (সামান্য পরিমাণ) ৫.পিপারমিন্ট(ঔষধ বা বানাতি দোকানে পাওয়া যায়) পদ্ধতি: প্রথমে চক পাউডার চেলে নিতে হবে। এরপর ফিটকারি,কর্পুর ও লবন গুড়ো করে চকপাউডারের সাথে মিশাতে হবে। সব শেষে পিপারমিন্ট মিশাতে হবে। এরপর এগুলো আবার চেলে নিতে হবে। পাউডারটিকে আরও উন্নত ও ভেষজ গুণ সম্পন্ন করতে এর সাথে নিম্নের উপাদান গুলো মিশানো যায়: *নিমপাতা ও ডাল পুড়িয়ে ছাই *ডাব গাছের শিকড় পুড়িয়ে ছাই *শুপারি পুড়িয়ে ছাই বি.দ্র: পাউডারের সাথে সামান্য গ্লিসারিন ও স্যাকারিন মিশিয়ে শুকালে, পাউডারটি মসৃণ ও মিষ্টি স্বাদ যু্ক্ত হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।