আমাদের কথা খুঁজে নিন

   

সাহেব-বিবি-গোলাম

অভিলাসী মন চন্দ্রে না পাক, জোছনায় পাক সামান্য ঠাই সাহেব আমার উপরে বসে থাকে তার মর্জি খেয়াল করে চলতে হয় ভুল করলে?- সাহেব ভুরু কুচকে তাকায়। সাহেবকে সবাই জানে তার কাছে কৃপাকাঙ্ক্ষীরা আসে বাজে কথা শুনলে?- সাহেবের মেজাজ বিগড়ে যায়। বিবি-সে'তো চমৎকার সারা গায়ে অলংকার। নুপুরের ঝংকার বুক জুড়ে অহংকার। বিবি বেশ মার্জিত চামড়া তাহার আলোকিত।

চোখের ভাষায় অবিরত মনকে করে শিহরিত। আমিই সেই গোলাম, সাহেব বিবি'র গোলাম। সময় হলে যার মুল্য বাড়ে, শুক্র এবং শনিবারে। গান হয় যার হাহাকারে, দেখা যায় যাকে গৃহদ্বারে। ব্যাবহার করে ভুলে যাওয়া যায়, তেমনই এক গোলাম।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।