আমাদের কথা খুঁজে নিন

   

‘দ্য ফার্স্ট পিপল’

রানিং এন্ড রানিং... আজকে প্রথম আলোতে আদিবাসী বিষয়ে হাসান ফেরদৌস নামে একজন কলামিস্ট নতুন করে সঙ্গা দাঁড় করিয়েছেন। ব্যাপারটি আমাকে বেশ ভাবিত করেছে। কারন, তার সঙ্গা অনুযায়ী আমরা বাংলাদেশে যেসব বাংগালী বাস করি, তারা মাইগ্রেটেড হয়ে অন্য কোথাও থেকে এই বাংলাদেশে বসবাস করতেছি। আমি নীচে তার কলামের প্রথম আংশটুকু তুলে দিচ্ছিঃ "আদিবাসীদের এই নামে ডাকা হয়, কারণ তারাই পৃথিবীর আদি মানব। পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে প্রথম যে মানবভূমি গড়ে ওঠে, তারা ছিল সেই অঞ্চলের প্রথম নাগরিক। সে জন্য ইংরেজিতে আদিবাসীদের অপর নাম ‘দ্য ফার্স্ট পিপল’। যেমন—আমেরিকা মহাদেশে শ্বেতপ্রভুদের আগমনের অনেক আগে বাস ছিল ইন্ডিয়ানদের, অস্ট্রেলিয়ায় অ্যাবরিজিনদের। অথবা আমাদের দেশে চাকমা, হাজং, মারমা বা সাঁওতালদের।" এখন আপনাদের কাছে আমি একটু বিষয়টি নিয়ে ক্লিয়ার জানতে চাচ্ছি, যে আমরা বাংগালীরা কি এই দেশে তার সঙ্গা অনুযায়ী সত্যি ‘দ্য ফার্স্ট পিপল’ নই? তার বাকি লেখাটি নিচের লিঙ্কে পাবেনঃ Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।