ওরে বাবা... হা হা হা...আসলেই মজা পাইলাম এক লোক শুক্রবার রবি নেট কিনলো ২০ মেগাবাইট ৫ টাকার বদলে বাংলাদেশি পাবলিক কি আর করবে জানেন তো মেইলে ঢুকলো ঢুকে দেখে এক হারামজাদা সামুর একগাদা আংটা (লিঙ্ক) পাঠাইছে তার ভেতরে একটা ছিলো ১৮+ জোক আর পায় কে? ঝাপায় পড়ল সেই পোস্টের উপর কিন্তু দুখের বিষয় হল রবি নেট এত ফাউল যে ব্লগের পাতা আসতেই পারল না! কি আর করা মনের সুখে বাংলালয়ন এর মডেম টা লাগায় এই পোস্ট টা লিখে ফেলল (রিভিউ লিখল) এখন অনেক মানুষ আছে যারা কইবো, বাংলালয়ন থাকতে রবিতে গেছিলেন কেন? উত্তর হলঃ টেস্ট করলাম। মেইন কথা রবি নেট ফাউল! বাই দা ওয়ে, Mastermind এ A-Level পরার খরচ কেমন পারলে জানান, কাম আছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।