আমাদের কথা খুঁজে নিন

   

আহত হয়েও প্রাণে বেঁচে গেলেন ইয়েমেনের প্রবীণ স্বৈরাচার সালেহ

গত ক'মাসের রাজনীতির খেলায় ইয়েমেনের স্বৈরাচার সালেহ যে বাংলাদেশের আওয়ামীলীগের চেয়েও পাকা খেলোয়াড় তা প্রমাণ করেছেন। প্রবল গণআন্দোলন তিনি বিভিন্ন কায়দায় দমন করে চলেছেন। দেশের জনগণ না চাইলেও গলার জোড়ে তিনি নিজেকে জনগণের নেতা দাবী করে থাকেন । গত দুই মাসে তিনি কয়েক বারই শর্ত সাপেক্ষে ক্ষমতা ছেড়ে দেয়ার আশ্বাস দিলেও পরক্ষনেই সেই আশ্বাস থেকে সরে এসেছেন। এভাবে তিনি সময় ক্ষেপন করে বিক্ষোভকারীদেরকে ক্লান্ত করে গণআন্দোলন স্তিমিত করতে অপকৌশলের আশ্রয় নিয়েছেন।

পাশাপাশি ছাত্রলীগ যুবলীগের মত দুর্ধর্ষ ক্যাডাররা গত কমাসে আন্দোলনকারীদের উপর নিয়মিত চড়াও হয়েছে। পর্দার অন্তরাল থেকে যুক্তরাষ্ট্র ও সৌদী আরব সালেহকে এ সব কাজে অনুপ্রেরণা যুগিয়েছে। কিন্তু আজ একটুর জন্যই ইয়েমেনে ৭১ ঘটতে বসেছিল। আহত হয়ে তিনি পুত্রসহ গা ঢাকা দিয়েছেন বলে আপাতত খবর পাওয়া যাচ্ছে। ( সূত্র এখানে পাওয়া যাবে) গুণ্ডা ও ক্যাডার এবং বিদেশী প্রভুদের উপর নির্ভরশীল স্বৈরাচারদের নিয়তি এটাই হয়।

তবুও তারা ইতিহাস থেকে শিক্ষা নেয় না। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।