আমাদের কথা খুঁজে নিন

   

সবই সম্ভব!

ধংসস্তুপের নিচে ১৭ দিন ধরে বেঁচে থাকা রেশমাকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাকে এম্ব্যুলেন্সে করে সাভার সিএমএইচএ নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। বিকেল সাড়ে চারটার দিকে তাকে উদ্ধার করা হয়। শেষ খবর পর্যন্ত রেশমা সুস্হ আছেন। এর আগে শুক্রবার বিকেল তিনটার পর ধংসের ১৭ দিন তার সন্ধান পান উদ্ধারকর্মীরা।

তার সঙ্গে কথা বলেছেন উদ্ধার কর্মীরা। রানা প্লাজার আন্ডারগ্রাউন্ডের মসজিদে রেশমা আশ্রয় নিয়েছিলেন। উদ্ধারকর্মীরা ১৭ দিন যাবৎ উদ্ধার করছে। তারা যখন একটি ছাদ অপসারণ করেন তখন আওয়াজ দিয়ে জানতে চান কেউ ভিতরে আছে কি না। ঠিক তেমনই করে আজও একটি ছাদ অপসারণের সময় একজন উদ্ধারকর্মী আওয়াজ দেন যে কেউ ভিতরে আছেন কিনা।

এসময় এক উদ্ধারকর্মী ভিতরে থেকে শব্দ শুনতে পায়। এর কিছু সময় পর একজন ভিতর থেকে বলেন, আমি ভিতরে আছি। আমার নাম রেশমা। আমাকে বাঁচান। তখন ওই উদ্ধাকর্মী তাকে বলেন, আপনি চিন্তা করবেন না।

আমরা আপনাকে বাঁচাবতে আপরান চেষ্টা করব। সেই সময় মেয়েটি একটি রড নেড়ে জানান যে তিনি জীবিত আছেন। Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।