আমি সততা ও স্বচ্ছতায় বিশ্বাস করি। শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যবসায়ি হাজী মো. শের আলী আর নেই। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায শহরের উকিল বাড়ি সড়কের বাসভবনে বাধ্য্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি--- রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ৫ মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য আত্বীয় স্বাজন ও গুণাগ্রহী রেখে গেছেন।
বৃহস্পতিবার বাদ জোহর শ্রীমঙ্গল থানা জামে মসজিদ প্রাঙ্গনে তার প্রথম জানাযার নামাজ শেষ হয়। পরে তার লাশ নিজ বাড়ী হবিগঞ্জ উপজেলার দূর্লভপুর গ্রামের পারিবারিক গোরস্থানে দাপনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, হাজী মো. শের আলী এক নাগারে কয়েকবার শ্রীমঙ্গল উপজেলা বিএনপি ও ব্যবসায়ি সমিতির সহসভাপতি পদে দায়িত্ব পালন করেছিলেন। তার মৃত্যুতে বিএনপি’র সকল অঙ্গ সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ি নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া বৃহস্পতিবার তার মৃত্যুর পর শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির আহ্বানে শহরের সকল ব্যবসা প্রতিষ্ঠান ২ ঘন্টা সময়ের জন্য বন্ধ রাখা হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।