আমাদের কথা খুঁজে নিন

   

ওরে তোরা আমারে দ্যাখ।

সাধারণ মানুষ পাগলা কানাই গো ধরেছে করবে এবার সংশোধন সংবিধানে যা ছিল ভাই হবেই এবার জবড়জং। কাজীর মুখে রটলো খবর চলছিল যা সবই বেঠিক বোকা পাঠা জনগণের হতেই হবে একটা বিহিত। কলাম-পুরের ছোট মিঞা হাবলপুরের চৌধুরী শরাফগন্জের সফা-গবা সবারই আশা পূরণ ঠিক। সর্বশেষে আমজনতা চাতক চোখে তাকিয়ে দেখে বাসের ভাড়া হচ্ছে দ্বিগুণ বাজার সদাই সবই আগুন। সংবিধানের ছুতানাতায় বিরোধীরা পারছে হাঁক ম্যাঙ্গো পিপুল যতই চেঁচাক ওরে তোরা আমারে দ্যাখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।