আমাদের কথা খুঁজে নিন

   

ভয় (পার্ট-০১)

রাত্রি গভীর হলেই ইদানিং গম্ভীর কবি হয়ে উঠি রাশি রাশি অন্ধকারের ছটা ঝলঝল করে উঠে মুহুর্মুহু নিঃশব্দ রাতের কান্নায় ভেসেই আসে শুধু দানবীয় কোনো অচীন প্রাণীর আগমনী চিহ্ণ প্রবল হলুদ রঙে ভরে যায় আমার ছোট্ট ঘর অযুত-নিযুত পরিপুষ্ট সর্ষে ক্ষেত ধেয়ে আসে তুমুল সর্বগ্রাসী জ্বলোচ্ছাসের বিধ্বংসী দেহ নিয়ে আঁচড়ে পড়ে রাক্ষুসী উৎসাহে কেবলি আমার ঘরে আমি জানি এ কিসের লক্ষণ। ফর্সা ভোরের ঘোর কাটতেই ইদানিং চোখে পড়ে সানু মাষ্টার। মৃত্যুর কোটি-কোটি নিমন্ত্রণ আপদমস্তকে নিখাদ সাজিয়ে দরজার উপারে আহ্বান করেই চলে তার নিষ্পলক ঢ্যাবলা চোখ চিরকাল রহস্যের জালে বন্ধী গাঢ় নীল আকাশ তার প্রকান্ড খোলস ছেড়ে হুরমুড় করে রাজ্যের তারহুড়ো নিয়ে কেবলি ভেঙে পড়ে আমার থেতলে যাওয়া ক্ষুদ্র আকাশের ধ্বংসাবশেষ জমিনের উপর বিকট উলঙ্গ হস্তীর মতন মাংসল শরীরে তৃণভোজী থেকে রক্তলুলোপ নিশাচর- আমি জানি এ কিসের আলামত। বিনিয়ামিন, (ডায়েরী থেকে), ২৪ ডিসেম্বর ২০০৮ সাল মেলবোর্ন, অস্ট্রেলিয়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।