জান এখন ট্রেনের মধ্যে বাড়ি যাচ্ছি। অন্য সময় তুমি কতবার ফোন দিতে আমি কোন পর্যন্ত গেলাম কি খেলাম ঘুমালাম কি না। অথচ দেখ সময়ের ব্যবধানে আজ তুমি কত বদলে গেলে। কই আমি তো বদলাই নি। আমি যে প্রতিটা মুহুর্তে তোমাকে ছাড়া পারছি না।
আর এটা বুঝে তুমি ফোনটা পর্যন্ত পরিবর্তন করে ফেললে। কেন এমন হলে তুমি ? আমি তো একটা বার তোমাকে ফাকি দেয়নি, কিন্তু কেন তুমি আমাকে এত বড় সাস্তি দিলে? আমি কি এত বড় সাস্তি পাওয়ার দাবী রাখি। কত কদ্ভুত মানুষের জীবন তাই না? তুমি তো এগুলো জানই না যে আমি এখানে লিখি। তুমি যদি আমার এ জিনিস টা পড়তে তাহলেও একটু বুঝতে আমি তোমাকে কত মিস করি। তুমি ভাল থাক অনেক, অনেক।
দোয়া করো যেন টিকে থাকতে পারি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।