আমাদের কথা খুঁজে নিন

   

আম-জনতা,খাস-জনতা

:) বাংলাদেশে জন্মো নিয়ে আপনি কতটা সুখি?? আমার মনে হয় ততটা সুখী নন যতটা বলতে পছন্দ করেন। জতদুর সম্ভব প্রতিকূলতা কে জয় করতে পারা যায় ততখনই আমরা সুখি থাকি। কিন্তু এটাই আমদের ভাগ্য হিসেবে ধরে নিয়েই আমরা সুখি। সাহিত্য আর জীবন আক নয়। আমি সাহিত্য ততক্ষণ ই পসন্দ করি যতক্ষণ পেটে ভাত থাকে।

জীবন আর সাহিত্য বিপরিতারথক। আর থাক, সুবচন আর বড়বড় কথা বলার কোন ইচ্ছা আমার নাই। কিন্তু আমার প্রস্ন, who's responsible 4r this??? আমরা, আমদের পিতামহরা, নাকি অন্য কেহ?? এবার প্রসঙ্গে আসি। তত্তাবধায়ক সরকার নিয়া মাতা মাতি চলতেছে রাজনীতির ময়দানে। এ প্রসঙ্গ আসার সাথে সাথে অনেক বড় বড় বুলি শোনা জাতছে।

পশ্চিম বঙ্গে এই হয়েছে ত আমেরিকা আরকম হয়। ভাইরে এইটা ত বাংলাদেশ। আমদের ত সেতা মনে রাখতে হবে। সাহিত্তের ভাসায় বলতে হয় " এখানে কুকুরগন কুকুরদিগকে কামড় মারেন না, কিন্তু আশরাফুল মাখলুকাত মানুষরা মানুষদিগকে ছরম কামর মারে"। আমার প্রায়েই মনে হয় ও মনে মনে গরব অনুভব করি যে আমাদের কত ধৈর্য!! না হলে ১ ঘণ্টার পথ রাস্তায়ে ৩ ঘণ্টাই পারি দীয়াও দন্ত বিকশিত কইরা ঘরে আসি।

ভেজাল খাইতে খাইতে বাঙ্গালি ট্যাবলেট সাইজ হইয়া গেলেও মনে ত সুখ আচে। আসলেই আমরা বাঙালি, কথাটা বার বার মনে পরে " রেখেছ বাঙালি করে, মানুশ করনি" আবার আসি প্রসঙ্গে, ওপারের বাবুদের ও আমাদের কথায়। বাবুরা আমাদের মত কুকুর না। তারা কথা দিয়ে আক্রমন করেন , কামর মারেন না। তারা পরাজিত হলেও হাস্তে জানেন, কিন্তু আমরা জানি নাহ।

এ রকম একটা জাতীয় ইস্যুতে কি আমাদের কামড়াকামড়ি থিক হতচে??? আমি হলফ করে বলতে পারি আমাদের গণতান্ত্রিক রাজনিতির সুফলে আমরা কমপক্ষে ২০ বছর পিছিয়ে পরেছি অন্য যে কোন developing or developed country আর কত.....। .। .। .। ।

.??????? PLz এইবার থামান। বাঙ্গালীকে সত্যিকারে বাচান। য়ামাদের সবার মনে আপনাদের মত সুখ নাই। আমরা আসলেই কষ্টে আছি...................................................(চলবে) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।