আমাদের কথা খুঁজে নিন

   

সেই ছেলেটি......................

১৯৯৯ সাল। মফস্বলের ছোট শহর থেকে ১টি ছেলে ঢাকা শহরে এলো। চোখে তার অনেক বড় হবার স্বপ্ন, ভর্তি হলো মেডিকেল ভর্তি কোচিং এ। থাকার আয়গা হল এয়ারপোর্টে এক আত্মীয়ের বাসায়। প্রতিদিন ২ ঘণ্টা বাস জার্নি করে শুরু করলো কোচিং।

একদিন সে অনেক বড় ডাক্তার হবে স্বপ্ন দুই চোখে। ২০০০এ মেডিকেল ভর্তি পরীক্ষায় ৫৯তম হয়ে ভর্তি হল ঢাকা মেডিকেল কলেজে। এবার শুরু হল হল জীবন। একবুক কান্না নিয়ে মা বাবার কাছে থেকে বিদায় নিয়ে হলে উঠলো। শুরু হল আরেকটি জীবন।

দেখতে দেখতে কেটে গেল পাঁচটি বছর। দেশের সেরা মেডিকেল থেকে এমবিবিএস পাস করলো। বিসিএস দিয়ে আবার সে ফিরে গেল শৈশবের অতি পরিচিত সেই শহরটিতে। কেটে গেল আরও দুইটি বছর। আবার সময় হল মা বাবার কাছে থেকে বিদায় নেবার।

এবার সে যাচ্ছে সেই মেডিকেল যেখান থেকে সে পাস করেছিল সেখানে শিক্ষক হিসাবে যোগ দিতে। ঈশ্বর কি তার বাকি স্বপ্নগুলিও পূরণ করবেন??? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।