আমাদের কথা খুঁজে নিন

   

অক্সফামের সতর্কতা, আগামী ২০ বছরে খাদ্যের দাম দ্বিগুণ হবে

বিশ্ব নেতারা বৈশ্বিক খাদ্যব্যবস্থা সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে আগামী ২০ বছরের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যের দাম দ্বিগুণ হবে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম এক প্রতিবেদনে এ কথা বলেছে। ‘গ্রোইং এ বেটার ফিউচার’ শীর্ষক প্রতিবেদনে অক্সফাম এমন সতর্কতার কথা উল্লেখ করেছে বলে বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে। অক্সফামের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে প্রধান প্রধান ফসলের গড় খরচ ১২০ থেকে ১৮০ শতাংশ বৃদ্ধি পাবে। প্রতিবেদন অনুযায়ী, এর অর্ধেক দামই বাড়বে জলবায়ু পরিবর্তনের কারণে।

অক্সফামের প্রধান নির্বাহী বারবারা স্টকিং বলেছেন, ‘আমরা একটি সংকটের যুগে প্রবেশ করছি। বিশ্বে প্রতিদিন প্রতি সাতজনে একজন মানুষ ক্ষুধার্ত হচ্ছে। যদিও বিশ্ব তাদের সবাইকে খাওয়াতে সক্ষম। ’ অক্সফামের মতে, খাদ্যপণ্যের দাম বৃদ্ধির নানা কারণের মধ্যে জলবায়ু পরিবর্তন সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। অক্সফাম এই প্রেক্ষাপটে খাদ্য বাজার নীতিমালা উন্নতকরণ এবং বৈশ্বিক জলবায়ু তহবিলে বিনিয়োগ করার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে।

এর আগে বিশ্বব্যাংকও খাদ্যপণ্যের দাম বৃদ্ধির আশঙ্কার ব্যাপারে সতর্ক করে দেয়। সংস্থাটি বলেছে, এর ফলে বিশ্বে লাখ লাখ লোক চরম দরিদ্রে পরিণত হবে। সুত্র প্রথম আলো ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।