আমাদের কথা খুঁজে নিন

   

কপি পেষ্ট প্রথমআলো থেকে: ফেসবুকে কীভাবে ‘স্প্যাম’ চিহ্নিত করবেন?

আমি একজন সাধারন ব্লগার। পড়ি বেশি লিখি কম সমীক্ষা চতুর্বেদী—জনপ্রিয় সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের একজন নিয়মিত ব্যবহারকারী। কিছুদিন আগেও তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করলেই দেখতে পেতেন কোনো একজন বন্ধুর পাঠানো লিংক। লিংকটিতে লেখা আছে, ‘ওহ মাই গড!! সমীক্ষা ইউ লুক সো স্টুপিড ইন দিস ভিডিও। ’ এটা খুবই স্বাভাবিক যে কৌতূহলবশত যেকোনো মানুষই নিজের সম্পর্কে এমন কিছু ফিড থাকলে তাতে ক্লিক করবে।

সমীক্ষাও তাই করতেন। পরে এ ধরনের লিংকগুলো ফেসবুক ব্যবহারকারীদের জন্য নানা ধরনের সমস্যা তৈরি করে। সমীক্ষাও এ ধরনের কিছু সমস্যার মুখোমুখি হয়েছিলেন। সমীক্ষা লক্ষ করেছিলেন, এই লিংকগুলোতে ক্লিক করলে তা স্বয়ংক্রিয়ভাবে ফেসবুকের অন্য বন্ধুদের ওয়ালেও পৌঁছে যায়। এ নিয়ে নানা রকম বিব্রত পরিস্থিতিও তৈরি হতো।

এ ধরনের লিংকগুলো আসলে ‘স্প্যাম’। এর ফলে ঘটে যেতে পারে ভয়াবহ কোনো বিপদ। হ্যাকাররা সাধারণত স্প্যামের মাধ্যমে ব্যবহারকারীর ঠিকানা, পাসওয়ার্ড, মোবাইল নম্বর এমনকি ব্যাংক হিসাব ও ক্রেডিট কার্ড-সম্পর্কিত বিস্তারিত তথ্য চুরি করে থাকে। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাত্কারে অনলাইন নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কির কর্মকর্তা ক্রিস্টিয়ান ফ্রাংক বলেন, আগে হ্যাকাররা সাধারণত ই-মেইলের মাধ্যমে এ ধরনের তথ্য চুরি করত। বর্তমানে তারা সামাজিক যোগাযোগের সাইটগুলোকে এসব অপকর্মের স্থান হিসেবে বেছে নিয়েছে।

কারণ, এসব সাইটের মাধ্যমে একসঙ্গে অনেক বেশি মানুষের তথ্য জেনে যাওয়ার সম্ভব হয়। স্প্যাম চিহ্নিত করার উপায় সমীক্ষা চতুর্বেদীর মতো, এ ধরনের কোনো লিংক যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে আসে এবং সেটি একাধিক ব্যক্তির কাছে পাঠানো হয়, এমনকি লিংকটি যদি আপনার ফেসবুক নিউজফিডেও পাঠানো হয় তাহলে সেটা ‘স্প্যাম’ হতে পারে। কে আপনার ফেসবুক প্রোফাইল দেখছে, এ ধরনের কোনো অ্যাপ্লিকেশন যা আপনাকে প্রতিশ্রুতি দেবে তা অবশ্যই স্প্যাম। আপনাকে প্রলুব্ধ করে এমন কোনো বার্তা, ছবি, অবিশ্বাস্য কোনো সংবাদ, এমনকি কোনো প্রতিযোগিতা; যা আপনাকে অনেক টাকা এনে দেবে, তাও স্প্যাম হতে পারে। অনেক সময় আইপড বা আকর্ষণীয় অনেক পুরস্কারের সুযোগ দিতে চাইলে তা স্প্যাম হওয়ার আশঙ্কা অনেক বেশি।

এমন কোনো তথ্য যা আপনার ব্যক্তিত্বের সঙ্গে মেলে না, তা স্প্যাম হওয়ার আশঙ্কা আরও বেশি। তাই এ ধরনের লিংক বা বার্তা সম্পর্কে আগেভাগে সচেতন থাকাই ভালো। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।