সমকাল প্রতিবেদক ( ৩০/০৫/২০১১ )_____
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক জুয়ান সোমাভিয়া বলেছেন, জনগণের ক্ষমতায়নের জন্য প্রয়োজন উপযুক্ত নেতৃত্ব। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেমনই একজন অনন্যসাধারণ মানবিক গুণের অধিকারী বিশ্বনেতা। তার রাজনীতি বিশ্বের নিপীড়িত মানুষের পক্ষে।
জুয়ান সোমাভিয়া গত শুক্রবার জেনেভায় আইএলওর সদর দফতরে যুবলীগের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে এসব কথা বলেন। যুবলীগের পক্ষে এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, এলজিআরডি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, অর্থনীতিবিদ ড. আবুল বারকাত ও মিডিয়া ব্যক্তিত্ব সৈয়দ বোরহান কবীর বৈঠকে অংশ নেন।
এ সময় আইএলওর এশিয়া অঞ্চলের উপদেষ্টা অ্যানটি চিয়াং উপস্থিত ছিলেন।
বৈঠকের শুরুতে ওমর ফারুক চৌধুরী যুবলীগ গৃহীত 'জনগণের ক্ষমতায়নে শেখ হাসিনার শান্তির মডেল' শিরোনামের প্রস্তাবনা তুলে ধরেন। জনগণের ক্ষমতায়নের এ নীতি আইএলওর কাজে অনুসরণের অনুরোধ জানান তিনি।
শেখ হাসিনার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে জাহাঙ্গীর কবির নানক বলেন, শেখ হাসিনা এমন একজন নেতা, যিনি তার সব রাজনৈতিক সিদ্ধান্তই জনগণের পক্ষে নিয়েছেন।
আবুল বারকাত বলেন, আইএলও যখন বিশ্বব্যাপী শ্রম অধিকার ও সামাজিক ন্যায়বিচারের কথা বলেছে, তখন শেখ হাসিনার জনগণের ক্ষমতায়নের দর্শন তাদের আরও ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণে কার্যকরভাবেই সহায়তা করবে।
জবাবে আইএলওর মহাপরিচালক বলেন, শেখ হাসিনার জনগণের ক্ষমতায়নের দর্শনই বিশ্বশান্তির পথ। এ দর্শন আইএলওকেও অনুপ্রাণিত করেছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।