আমাদের কথা খুঁজে নিন

   

Si-fi ফ্যানগো লয়িগা একটা তুরুম-তারাজ সিরিয়াল Fringe

আগামাথাহীন Fringe এর থিম মূলত পলুলার সায়েন্স: Parallel World, Chain Reaction, Tele-portation, reanimation, Microbiology, Nano-technology। শুরুটা এরকম, পৃথিবীতে হঠাৎ rapidly কিছু টেরোরিস্টদের আক্রমন ঘটে যেগুলোর প্রকৃতি "সায়েন্টিফিক" । (অনেকটা সেই পুরনো X-Files এর মতো, শুধু পার্থক্যটা হলো, X-Files অনেকটাই UFO নির্ভর) আর এর প্রেক্ষিতে FBI একটা নতুন শাখা খুলে যার নাম Fringe। পরবর্তিতে দেখা যায় যে এই "টেরোরিস্টগুলো" মূলত Parallel World থেকে এসেছে যারা এই World কে ধংশ করতে চায়। কারণটা একটু পেচানো; এই পৃথিবীর এক বিজ্ঞানী প্রায় ২০ বছর আগে অন্যপাশের পৃথিবীতে যায়। এর ফলে, ওই পৃথিবীর Law Of Nature এর unexpected কিছু পরিবর্তন ঘটে এবং এর পাশাপাশি শুরু হয় Chain Reaction যার প্রভাব ২ পৃথিবীই ভোগ করে। দিতীয়বার যেনো এমনটা না ঘটে, অর্থাৎ নিজেদের Existence এর কথা ভেবে অন্যপাশের পৃথিবী তাই আমাদের পৃথিবী ধংস করতে আসে। Trailer প্রথম ৪-৫ টি পর্ব একটু ধর্জধরে দেখুন, বাকিটা যদি না দেইখা থাকতে পারেন তাইলে কইয়েন, আমি নাকে খত দিমু।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।