* আমি খুজে বেড়াই নিজেকে * আজ এই দিনে বেশ কয় বছর আগে বাংলাদেশের সফলতম সেনা নায়ক-শাষক জিয়াউর রহমানের মহাপ্রয়ান বার্ষিকি। জাতি গভীর ভাবে এই দিনকে স্মরন করছেন। পাড়া মহল্লায় গরীব দুঃখীদের ভোজন করানো হবে। (যদিও কথিত যে শেখ মুজিব হত্যার পর দেশে গরীব দু্খী থাকার কথা ছিলো না)।
জিয়া সেনা শাসক হবার পর দেশে শনৈ শনৈ উন্নতি মাধ্যমে বিশ্বের বুকে দেশকে এনে দিয়েছেন এক নতুন পরিচিতি।
দেশ হয়ে গেল মুসলমানের দেশ।
বিশ্বের তাবৎ তেল ধারী মুসলিম দেশগুলো বাংলাদেশকে স্বীকৃতি দান করেন। আমাদের বহিস্কৃত ভাইয়ের সাথে সম্পর্ক উন্নয়ন হয় এবং প্রতিবেশী দাদা দের দমিত করার চেষ্টা হয়।
যাই হোক এই মহাপ্রয়ান দিবসে জাতি যখন শোকাভিভুত, সহধর্মিনী কাতর, ভক্তকুলের হৃদয় যখন ব্যথিত তখনই সামুর বুকে এক শ্রেনীর ব্লগারের সদর্প পদচারনা। বিএনপির বিপরীতে একের পর এক পোষ্ট।
এহেন পরিস্থিতিতে জাতি এই শোক পালনে বাধাগ্রস্থ।
এমন শোকের সময়ে ভারতীয় দাদাদের প=রতি বিশেষ অনুরোধ আপনারা দয়া করে অন্তত আজ জিয়া বা বিএনপির বিপরীতে পোস্ট দেয়া কমিয়ে দেন।
সকলের শোক দেখে আমিও শোকাভিভুত।
আল্লাহ সকল মৃত ব্যক্তিদের বেহেস্ত নসীব করুন আমিন।
অটঃ সদ্য আদালতে জিয়াউর রহমান ও তার শাসন অবৈধ ঘোষনা করা হয়েছে।
৫ম সংশোধনী অবৈধ ঘোষনা করা হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।