আমাদের কথা খুঁজে নিন

   

কবে এখন আসবে সেই শান্তি সমঝোতার দিন?

দেশে কি ক্রমশঃ সরকারী দল ও প্রশাসনের সাথে বিরোধী দল পরস্পর আরো জঙ্গী, আরো মারমুখো হয়ে উঠছে? এই খুন, গুম, গুলি, ধ্বংসের রাজনীতি থেকে আলোচনার টেবিলে বসার সুযোগ কি আর হবেনা?? অতীতে আমরা দেখেছি বেগম জিয়া, হাসিনা, এরশাদ, বামপন্থী বা জামাত/ ইসলামপন্থী দলগুলোর নেতাদের একমঞ্চে পাশাপাশি বসতে বা আলোচনায় অংশ নিতে। একসাথে তারা হেসেছে, বিনিময় করেছে, দেশকে ভালোবেসেছে। সুতরাং আশা করা যায়, এখনো সে হৃদ্যতাসূচক পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব। বরং, জনগণকে জিম্মি না করে এখন সব দলের কাছ থেকে আাপামর জনতা এটা অন্ততঃ আশা করতে পারে, সবাই সংঘাত এড়িয়ে শান্তির পথ সমঝোতার পথ অবলম্বন করুক। নির্বাচনের দিন ঘনিয়ে এলে সবগুলো দল হানাহানির এই অকল্যাণকর রাজনীতি ছেড়ে প্রতিযোগিতা করুক সত্যিকার দেশ উন্নয়নমূলক কর্মকান্ডে। সেই সোনালী দিনগুলোর অপেক্ষায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।