পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/ হাকিমুল আরব বলা হত যাকে, রইসুল রুয়াসা (প্রধানদের প্রধান) মানা হত যাকে সেই হুসনি মোবারকের ক্ষমতাচ্যুতির ১১০ দিনের মাঝেই তার এক একটি অপরাধের সাস্তির আদেশ দেয়া শুরু হল, কিন্তু ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে, লুটপাট করেছে কিংবা এইসব অপরাধ ঘটাতে সাহায্য করেছে তাদের কেন বিচার কার্যকর হচ্ছে না। শান্তিপুর্ন বিক্ষোভের সময় শুধুমাত্র টেলিফোন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রাখার অপরাধের হুসনি মোবারক ও তার দুই মন্ত্রীকে আজ আদালত ৯০ মিলিয়ন ইউএস ডলার জরিমানা করেছে। হুসনি মোবারকের বিরুদ্ধে আরো অনেকগুলি মামলা রায়ের অপেক্ষা আছে, সবচেয়ে মারাত্নক যেই মামলা সেটা হলো বিক্ষোভকারিদের উপর পুলিশি হামলা, যেই হামলায় মিসরে বিভিন্ন স্থানে প্রায় ৬০০ জন তরুণ তরুণী শহীদ হয়। এই মামলার রায় তাকে ফাসিঁর কাষ্ঠে ঝুলাবে বলেই সবার বিশ্বাস। ---------------- ১) যুদ্ধাপরাধিদের বিচার কেন হয় না? ২) অন্যান্য হত্যার কেন কোন বিচার হয় না?? ৩) জবর দখলের কেন বিচার হয় না??? ৪) স্কুল কলেজের ছেলেদের জোড়পুর্বক মিছিলে নিয়ে যাবার কেন বিচার হয় না?? ৫) বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁশ হবার কেন বিঁচার হয় না?? ৬) অস্রব্যাবসায়ীদের কেন বিচাঁর হয় না?? ৭) শেয়ার মার্কেট ধ্বংশকারীদের কেন বিচাঁর হয় না?? ?????????????? কেন ???????????????
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।