সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনে নতুন আরো ২ সদস্যকে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তরা হলেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহি পরিচালক মো. আমজাদ হোসেন ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি'র সাবেক ডিএমডি আরিফ খান। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার পুনর্গঠনের অংশ হিসেবে এ নিয়োগ দেয়া হয়। এ নিয়ে চেয়ারম্যানসহ চার জন এ সংস্থায় নিয়োগ পেলেন। আজ রোববার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে নতুন দুই সদস্যের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, এসইসি আইনের ৫(২) ধারা মোতাবেক প্রদত্ত ক্ষমতাবলে অন্যান্য প্রতিষ্ঠানে নিয়োগ ও সংগঠনের সাথে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে নিয়োগের দিন থেকে পরবর্তী ৩ বছরের জন্য এই নিয়োগ বলবৎ থাকবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।