আমাদের কথা খুঁজে নিন

   

ঘুম ঘুম ঘুম; সকালের ঘুম

আজ সকালে ঘুম থেকে উঠতেই ইচ্ছা হচ্ছিল না। প্রায়ই এমন হয়; মনে হয়, দূরো চাকরীটা ছেড়ে দেই; আর ভাল্লাগেনা সকালে উঠতে! অথচ চাকরীর কাজটা মন্দ লাগেনা; বেশ তৃপ্তি আছে যে আমার কাজের মাধ্যমে বাংলাদেশের শিশুদের সাহায্য করতে পারছি। উন্নয়ন সংস্থায় কাজ করার এ একটা তৃপ্তি আছে বোধহয়! কিন্তু এই সকালে ওঠাটাই সহ্য হয় না! আগে ১১টার মধ্যে ঘুমিয়ে পড়তাম; সকালে নিজে নিজেই ঘুম ভেঙ্গে যেত। ল্যাপটপ কেনার পর, আধশোয়া হয়ে নেট ব্রাউজ করতে থাকি-- আর নেটে তো আর সময় কাটানোর উপাদানের অভাব নেই। কখন দেখি দুটো-তিনটা বেজে গেছে! মাঝে মাঝে আজান শুনে খেয়াল হয় সময় পেরিয়ে গেছে; তড়িঘড়ি করে ঘুমাতে যাই! তখন ার সকালে উঠতে ইচ্ছা হয় না! মনে হয়; আজ যাবো না-- সিক লিভ নেই। তারপর মনে পড়ে কাজের কথা; যা হয়তো আমি না গেলে আটকে থাকবে, ডেডলাইন মিস হবে! টেনেটুনে শরীরটাকে বিছানা থেকে উঠাই! তখন মনে হয়-- টাকা না দিলে কবে চাকরীটা ছেড়ে দিতাম! এমন কে আছে যে টাকা না পেলেও ভালোবেসে তার চাকুরীর সব কাজ করত? খুব বেশী মানুষ নেই বোধ হয় এমন! যারা আছেন তারা খুবই ভাগ্যবান/ভাগ্যবতী

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।