আমাদের কথা খুঁজে নিন

   

আর ১০টা বছর, এরপর বিএনপি'র কি হবে??

অভিলাসী মন চন্দ্রে না পাক, জোছনায় পাক সামান্য ঠাই যেমনটা বলছিলাম, আগামী ১০ বছরের মাঝেই আন্টিরা চলে যাবেন এর পর তাদের দল ২টার কি হবে? আওয়ামী লীগের ভরসা তাদের সাপোর্টার কারন যতই কারন থাকুক ওনারা কখনো দল বদলাবে না মনে হয়। তবে নেতৃত্বে শেখ পরিবার না থাকলে চরম বিশৃঙ্খলা কিভাবে মোকাবেলা করে বাংলাদেশের মাটিতে সেটা দেখার বিষয়। আজকে বিএনপি নিয়ে আলোচনা হোক, বিএনপি হলো জিয়াউর রহমানের দল, দেশে উন্নয়নমুলক কর্মকান্ড শুরু করার বিষয়ে তাদের সমালোচনা ঘোরতর আওয়ামী লীগার না হলে সবাই স্বীকার করবে। একমাত্র অভিযোগ হলো বিএনপি দুর্নীতিবাজ দল, কিন্তু এটা বাংলাদেশের প্রেক্ষিতে কতটুকু খাটে তা নিয়ে প্রশ্ন থেকে যায়। কারন বিএনপি বা লীগ সবাই দুর্নীতিবাজ।

অপশাষন করার দিক থেকে আওয়ামী লীগ বিএনপি'র চেয়ে এগিয়ে। বিএনপি'র রয়ছে সৃজনশীল নেতৃত্ব। যারা পূর্বমূখী পররাষ্ট্রনীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে নতুন আইডিয়া এবং বিনিয়োগবান্ধব অর্থনীতি প্রণয়নে বিএনপি অনেক অনেক এগিয়ে রয়েছে। সমস্যা হলো বিএনপি'র সমর্থকরা সচেতন। দলের দোষ দেখলে সেটা অস্বীকার করে না,দুর্নীতি'র অভিযোগ এসেছে এবং তা মেনে নিয়েছে।

তবে এটাই সুবিধা যে, শুধু মাত্র খালেদা জিয়ার চেহারা দেখে দল সমর্থন করা মানুষ কম। বরং আওয়ামী লীগকে অপছন্দ করে যারা তারাই বিএনপি করে। আর বিএনপি'র সবচেয়ে বড় সমস্যা হলো, দেশের বুদ্ধিজীবি এবং সংবাদমাধ্যম আওয়ামী পন্থী তাই বিএনপি হাজারটা ভাল করলেও একটু খুত পেলেই শুরু হয় পাবলিকের মগজধোলাই। বিএনপি'র আমলে যদি পিলখানা ট্র্যাজেডি বা শেয়ার কেলেংকারী হতো বা নিতান্তই আড়িয়াল বিলের বিমানবন্দর টাইপ কিছু হতো তাহলে মিডয়ার কল্যাণে নিশ্চিত সরকার পতন! আর তারেক জিয়া তরুন,ও সৃজনশীল। বরং খালেদা জিয়ার অনুপস্থিতিতে তিনি আরো বেশী নিজেকে প্রমানের সুযোগ পাবেন তার বিরুদ্ধে যেসব দুর্নীতি'র অভিযোগ রয়েছে সেগুলো এখনো প্রমানিত হলো না।

তাকে লন্ডনে বাস করতে হচ্ছে কেন? সে যদি দুর্নীতিবাজ হয় তাহলে তাকে শাস্তি দেয়া হবে কিন্তু শাস্তি না হলে আমাদের বুঝতে বাকী থাকবে না যে সব রাজনৈতিক খেলা। ব্যাক্তিগতভাবে আমি কোন পরিবার থেকে আসা কাউকেই সমর্থন দেই না কিন্তু আমার মতামতে কার কি! তাই যা বুঝি তা হলো, তারেক জিয়া যদি স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যায় তাহলেই দেশবাসী তাকে মাথায় তুলে নিবে। তাই ১০ বছর পর বিএনপি'র সুদিন দেখা যাচ্ছে। নাকি বলেন? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।