kamrul hasan প্রথম আলো এর কলাম ১ এ আজ একটা লিখা ছাপা হয়েছে । শিরোনাম শীর্ষ সাত!
ওনাদের নি্যে কিছু না বললেই নয়।
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান;ওনার জন্ম ভৈরব। তিনি কিশোরগঞ্জ জেলার হতে পারেন নি। কিছু কাজ করেছে তাও আবার ভৈরবের জন্য।
তাও ভাল,কারো মাথায় আঘাত করেননা।
প্
রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, সময় বলি দেবে তিনি কি করতে পারেন।
স্পিকার আবদুল হামিদ; অনেক বড় মানুষ, জনগন এখন তার কাছেই ভিরতে পারেনা। ভাব খানা এমন যেন তিনি জনগনকে দয়া করে বাচিয়ে রেখেছেন । বিশাল এক চাপাবাজ মানুষ ।
কাজের বেলা কিছুই করেননি।
তিনি বার বার এমপি না হয়ে হাবা গুবা কেও এত বার এমপি হলেও কিশোরগঞ্জ জেলার ভাটির কিছুটা উন্নয়ন হতো। নৌকা মার্কা আর হিন্দু সম্প্রদায়ের ভোটে পাশ করেন ,মানুষ মনে করে বিশাল জনপ্রিয়।
একবার নৌকা মার্কা ছাড়া দাড়ান তাহলে বোঝাযাবে।
স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম;কিশোরগঞ্জ জেলার সদর আসনের এমপি।
বাবার নামে পাশ করা এমপি । কাজের বেলা নায় । জেলা শহরে গেলেই তার ফল বুঝা যায়। সামনের নির্রাচনে তিনিও জংনকে বুজবেন বলে আশা করি।
সেনাপ্রধান জেনারেল আবদুল মুবিন চৌধুরী : জন্মের পর কোনদিন তার নিজ থানা অথবা গ্রামে গিয়েছেন বলে কেও বলতে পারেন না।
ক্ষমতায় আছেন বলে পরিবারের কিছু লোক যোগাযোগ রাখেন । কিন্তু এলাকার সাথে কোন প্রকার যোগাযোগ আছে বলে যানাযায় না।
আর বাকি দের কথা নাই বললাম ,কারন ৫ লাখ যদি মাএ হয় ৫ শত তো কিছুই না।
ওনারা সবাই মিলে কিশোরগঞ্জ জেলাকে একটি অবহেলিত বিভক্ত জেলায় পরিনিত করেছেন।
ভৈরবকে জেলা করা নিয়ে একরার পুরো জেলার মানুষ বিভক্ত হয়েছেন আবার ঢাকাস্ত কিশোরগঞ্জ জেলা সমিতির নেতৃত্ব নি্যে ঢাকায় জেলা বাসি করছেন মারামারি।
কিন্তু ওনারা এত ব্যস্ত এগুলোর জন্য ভাবার সময় নেই ।
প্রতিবেদনটি নিচে দিলাম :
শীর্ষ সাত!
বর্তমানে বাংলাদেশ সরকারের শীর্ষস্থানীয় সাত ব্যক্তির জন্মই কিশোরগঞ্জ জেলায়। তাঁরা হলেন: রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান; প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন; স্পিকার আবদুল হামিদ; স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম; প্রধানমন্ত্রীর শিক্ষা, সমাজ ও রাজনৈতিক উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ; সেনাপ্রধান জেনারেল আবদুল মুবিন চৌধুরী ও মরক্কোর রাষ্ট্রদূত সাবেক আইজিপি নূর মোহাম্মদ। গত বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ আইনজীবী সমিতি মিলনায়তনে প্রধান বিচারপতির সঙ্গে এক মতবিনিময় সভায় স্থানীয় আইনজীবীরা এ তথ্য জানান। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।