ত্বকী,
আমাকে,আমাদেরকে ক্ষমা করিস ভাই।
কি েদাষ িছল তো। েঅন্রায়ের সাথে আপেষ না করা,পড়ালেখায় মেধাবী ছাত্র হওয়া,সকলের প্রিয়পাত্র হওয়া। এই কি ছিল তোর দোষ। এই পৃথিবীতে আর কোন ত্বকী আসবে কিনা জানিনা।
কেন না ত্বকীরা হয়তো ক্ষণজন্মা হয়। শহরের অলিতে গলিতে ছাপানো তোর নিশ্পাপ নিরহংকার,হাস্বেজ্ছজল,ছবি খানি দেখলে মুখ ফিরিয়ে নিই লজ্জায়। জানি কিছুই করতে পারবো না আমরা,আমাদের কিছুই করার ক্ষমতা নাই। সময় আমাদের নপুংসুক করে রেখেছে। রাগ করিস না ভাই,করিস না কোন অভিমান।
তবে একটা কামনা করতে পারবো প্রাণ খুলে দোয়া। তোকে দোয়া করি আল্লাহ তোকে বেহেস্তে নসিব করুন এবং যারা তোর মত নিশ্পাপ নিরহংকার,হাস্বেজ্ছজল একটি প্রাণ কেড়ে নিয়েছে তার শাস্তি তুই অবশ্যই উপর থেকে দেখবি ভাই,তা হবে নির্মম,পৈচাশিক,ভয়ংকর।
খোদার গজব পড়ুক তাদের উপর যারা আমার মায়ের বুক খালি করে,করছে। আল্লাহ এদেরকে তুমি কঠিন শাস্তি দাও।
ত্বকী,ভাই আমার ক্ষমা করিস।
ক্ষমা করে দিস যারা তোকে রক্ষা করতে পারলো না। পুরো সমাজটাই পচে গেছে সেই পচে গলে যাওয়া সমাজে তুই ছিলি েজার্তিময় সূর্য। ভাই বেচে থাক তুই অন্য গ্রহে লক্ষ কোটি বছর। পারলে আমাদেরকে ক্ষমা করিস। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।