আমাদের কথা খুঁজে নিন

   

গ্রাফিক্স কার্ডের ব্যাপারে সাহায্য চাই! পারলে হেল্প করেন গো, টেনশানে আমি শেষ!!!

আমি আসলে ধর্ম ও অধর্মের মাঝে বাস করছি। বুঝতে পারছি না কোনটি ঠিক। তাই নিজের নাম দিয়েছি "আ-নাস্তিক"। প্রথমে আমি আমার পিসির রিকোয়ারমেন্টগুলো দিয়ে দিই। এরপর মূল আলোচনায় যাব।

Processor : Intel C2D 2.B GHz Ram : 2 GB Graphics : 1024 MB built in Motherboard model : DG41WV এখন আমার সমস্যার কথা বলি। আমার পিসি কেনা হয় গত বছরের ১৩ জুলাই। মূলত কেনা হয়েছিল গেইম খেলার জন্য। সেজন্য পিসির রিকোয়ারমেন্টগুলো মোটামুটি উন্নত দেখে দেয়া হয়েছিল। গেম খেলার জন্য পিসি কেনা হলেও পরে আর তেমন কিছু খেলা হয় নি।

প্রথম প্রথম Cricket 2007 EA sports খেলতাম। এরপর Fifa 10/11 EA Sports, Age of empires 2, Hod 2/3 হাবিজাবি আরো কিছু খেলতাম। কিন্তু নেট কানেকশান নেবার পর থেকে আমার সব খেলা চাঙ্গায় উঠল। সারাদিন ফেসবুক ও ব্লগে পরে থাকতাম বিধায় আর কিছু খেলা হত না। সেকারণে অনেক দিন গেম ছাড়া ছিলাম।

কয়েকদিন আগে এক সিডির দোকানে গেলাম মুভি কিনব বলে। গিয়ে গেইমের সিডি দেখে আমার দফারফা হয়ে গেল। লোভ সামলাতে না পেরে প্রায় ৫০০ টাকার ডিস্ক কিনে ফেললাম। সব গুলো গেইমের ডিস্ক। এরপর বাসায় এসে ইনষ্টল করে আমার মাথায় হাত।

বেশ কিছু ভাল গেইম আমার আটকে আটকে চলে। যেমন, Splinter cell conviction, Assassins creed brotherhood ইত্যাদি। এগুলো আটকে আটকে চলে বলে একবার একটা পোষ্টও দিয়েছিলাম। এখন আমি ভাবছি গ্রাফিক্স কার্ড নিব। পাশাপাশি র‍্যামকে ৪ জিবিতে উন্নীত করব।

এ সিদ্ধান্ত নেবার পর ফেসবুকে পিসি হেল্পলাইনে সাহায্য চাইলাম। এক ভদ্রলোক সাহায্য করল। কিন্তু তার কথার বেশিরভাগই বুঝলাম না। তিনি PCI express 16X নিয়ে বেশ কিছু কথা বলল, যা আমার বোধগম্য হয়নি। অতঃপর এক ফেসবুক বন্ধু সাহায্য করল।

আমাকে বুঝালো কোনটা কি জিনিস। বোঝানোর পর বলল nVIDIA G-force graphics engine এর 1 GB বা তার বেশি কিনতে, অবশ্যই ASUS এর। শেষে তার একটা কথা শুনে আমার আক্কেল গুড়ুম হয়ে গেল। সে বলল যে আমি যদি গ্রাফিক্স কার্ড নিই, তাহলে আমার বিল্ট ইনের কোন মূল্য থাকবে না। মানে আমি যদি ৩২ এমবি এর কার্ড নিই, তাহলে নাকি আমার গ্রাফিক্স মেমোরি হবে ৩২ এমবি, ১০২৪+৩২ নয়!!! তার এই কথা শুনে আমি ধান্ধায় পড়ে গেছি।

বুঝতে পারছি না গ্রাফিক্স কার্ড আবার কিনলে আমার গেইম কি আগের মতই আটকে আটকে চলবে?? নাকি ভাল করে চলবে??? ভাইরে, আমাকে কিছু বলেন এই ব্যাপারে ... বড়ই অশান্তিতে আছি! বি: দ্র: --- আমার এখনো ইচ্ছা ১ জিবি গ্রাফিক্স কার্ড নিয়ে পাশাপাশি ৪ জিবি র‍্যাম (২*২) নেওয়া। যদি আমি তা করি, তাহলে আমার পিসি কি এ ভার সহ্য করতে পারবে নাকি আবার স্লো লো হয়ে যাবে?? আর গেইমের ব্যাপারে কিছু বলেন। গ্রাফিক্স কার্ড নিলে কি বড় গেইমগুলো আটকে আটকে চলবে? নাকি ভাল করেই চলবে অর্থাৎ স্মুথলি চলবে?? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.