আমাদের কথা খুঁজে নিন

   

নাম দিয়েছি দোলচাল।

জীবন সাগরে এক কিস্তি ভাসিয়েছি। কিস্তির নাম দিয়েছি দোলচাল। এই দুলছে, এই ভাসছে, এই ইই ইই..... ডুবল! নাহ, ডুবতে গিয়েও ডুবল না। কিস্তি বাইতে বাইতেই কি জীবনের সূর্য্য অস্ত যাবে? এর নামই কি জীবন যুদ্ধ? যুদ্ধের জয় পরাজয়ের হিসেবটাই বা কি? আমি জয়ীইই.................................. নাকি পরাজিত????????????? নাহ, এত দেখি জীবনের পাওয়া না পাওয়ার গল্প। গল্পের শুরু আছে কিন্তু শেষ নেই। আসলেই কি নেই? আছে। পাওয়া না পাওয়ার হিসেব টা মানুষ মেলাতে পারে মৃত্যুর ঠিক আগ মুহুর্তে। সে মানুষটা ঠিকই জেনে যেতে পারে, হায় আপসোস আমাদের জানাতে পারে না। জানতে পারলে হয়তো বা আজ আমাদের জীবন যুদ্ধের জয় পরাজয়ের হিসেব টা সহজ হত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।