গণতন্ত্র সংহত করার সাফল্যে স্বর্ণপদক পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফ্রান্সের 'ইউনিভার্সিটি অব ডফিন' প্রধানমন্ত্রীকে এ পুরস্কার দিচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি গতকাল এ তথ্য জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, '২৬ মে ফ্রান্স সফরে এ পুরস্কার প্রদান করা হবে। গণতন্ত্র সুসংহত করতে প্রধানমন্ত্রীর প্রচেষ্টা ও সাফল্যের কারণেই এ পুরস্কার।' কানাডা সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ ফ্রান্সের উদ্দেশে কানাডা ত্যাগ করার কথা রয়েছে। তিনি আগামী ২৬ মে প্যারিসে 'গ্লোবাল ইনিশিয়েটিভস অন গার্লস অ্যান্ড উইমেন অ্যাডুকেশন'র উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করবেন। সফর শেষে প্রধানমন্ত্রী ২৮ মে দেশে ফিরবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।