রাজধানীর গুলিস্তানে বনাজী শরবতের দোকানগুলোতে পাওয়া যায় এই ১০ টাকার এক গ্লাস শরবত। নারীপুরুষের কঠিন ও জটিল রোগসহ অন্তত ১৪টি রোগের সমাধান হয় ১০ টাকার ১ গ্লাস সরবতে। ভাবতেই অবাক লাগে।
শরবতের কি গুণ। এই শরবত আবার শিক্ষিত অশিক্ষিত লোক সবাই পান করছে।
আব্দুল ওহাব নামে এক শরবত বিক্রেতা প্রায় ৩ বছর ধরে এই শরবত বিক্রি করছেন। তিনি ৪২ ধরনের বনজ উপাদান দিয়ে শরবত তৈরি করেন। এই শবরত বিক্রেতা বলেন, বিশ্বাস করে শরবত খেলে জটিল রোগ সেরে যায়। বাহ্ বাহ্ কি চিকিৎসা।
শুধু গুলিস্তানে নয় ঢাকার অনেক জায়গায় চলছে এই রকম শরবতের ব্যবস্থা।
যা খেলে রোগ তো ভালো হবেই না বরং সুস্থ লোক অসুস্থ হয়ে যাবে। এই গরমের দিনে শরবত খেলে উপকার হয় ভেবে হাজার মানুষ কিন্তু রাজধানীর বিভিন্ন শরবতের দোকানে শরবত খাচ্ছে এবং নানান রোগে ভুগছে।
গরমের শরীরটাকে ঠান্ডার রাখার জন্য শরবতে মেশানো হচ্ছে বরফের টুকরা যা দুষিত পানি দিয়ে তৈরী। আখ, বেল, লেবু দিয়ে তৈরী যে শরবতেই হোকনা কেন এটা পান করা একবারেই ঠিক নয় এবং এসব ব্যবসা বন্ধ করে দেওয়া দরকার বলে আমার মনে হয়।
আপনি কি মনে করেন...................?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।