নিজের সম্পর্কে লেখার কিছু নেই । সাদামাটা । কারা বলেন যে “ইট’স আ মেন’স ওয়ার্ল্ড” ?
তাহলে দেখুন, মজা পাবেন (হাসতে মানা নেই) ভাবতে ভাবতে –
পাশ্ববর্তী ভারত নামের দেশটিতে বর্তমান অবস্থা এই …………
………………………….
দক্ষিনে “আম্মা” । (জয়ললিতা)
“দিদি” আছেন পুবে । (মমতা ব্যানার্জী)
উত্তরে আছেন “বহেনজী” ।
(মায়াবতী)
রাজধানীতে আছেন “আন্টি” । (শীলা দিক্সিত)
“মাদাম” ইন সেন্টার । (সোনিয়া)
“নানী” ইন টপ । (মাননীয় রাষ্ট্রপতি)
আর বাংলাদেশে কি ?.........
তখতে-তাউসে আছেন প্রধানমন্ত্রী । (হাসিনা)
চেয়ারে আছেন “ভাবী” ।
(খালেদা)
বন্দুক হাতে “খালাম্মা” । (সাহারা খাতুন)
তামাম দুনিয়া জুড়ে “আপুমনি” । (দীপুমনি)
আর …
আর …..
আর.....আর.......
আর...আর.... আর......
ভয়ঙ্কর ভাবে ঘরে আছেন…“স্ত্রী”(রেজিষ্টার্ড)
বাইরে আছেন……..“প্রেমিকা”(আন-রেজিষ্টার্ড)
[পাঠকের একটি মতামত এসেছে যা তুলে ধরার লোভ সামলানো গেলনা –এই ব্লগে “বাঁধ ভাঙ্গার আওয়াজ” এর দাওয়াত থাকা সত্বেও বাঁধ যাতে ভাঙ্গতে না পারি তার জন্যে আছেন জাদরেল এক প্রহরী – জানা । হাঃ হাঃ হাঃ]
এরপরেও আমরা কেন যে বলি …. “ইট’স আ মেন’স ওয়ার্ল্ড” ?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।