আমাদের কথা খুঁজে নিন

   

ডাউনলোড করে নিন Xilisoft iPhone Ringtone Maker

আমার সবাই গান পচন্দ করি ও মোবাইলও ব্যবহার করি। আর মোবাইল ব্যবহার করলে আপনাকে ব্যবহার করতে হয় বিভিন্ন রিংটোন। রিংটোন কেউ কেউ মোবাইলে ডিফল্ট রিংটোন ব্যবহার করে থাকেন। আবার কেউ কেউ রিংটোন হিসেবে ব্যবহার করেন বিভিন্ন গান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি এমনই একটি সফটওয়্যার, যা দিয়ে আপনি যেকোন গান থেকে রিংটোনে নিয়ে আসতে পারবেন।

আপনার পচন্দের যে কোন গান যেমন- ভিডিও বা অডিও যে ফরম্যাটেরই হোক না কেন, আপনি গানটি নিয়ে আসতে পারবেন আপনার রিংটোন হিসেব। আপনি ভিডিও বা অডিও যে কোন ফরম্যাট থেকে রিংটোনটি নিয়ে আসতে পারবেন MP3, WAV, M4R, M4A, OGG, AMR ফরম্যাটে। যে যে ফরম্যাট সাপোর্ট করবে * অডিও WMA, WAV, RA, M4A, MP3 থেকে আপনি রিংটোনে নিয়ে আসতে পারবেন। * ভিডিও AVI, MPEG, WMV, DivX, MP4, H.264/AVC, AVCHD, MKV ফরম্যাট থেকে রিংটোনে নিয়ে আসতে পারবেন। * এই রিংটোনগুলো আপনি যে কোন মোবাইলেই ব্যবহার করতে পারবেন।

Xilisoft iPhone Ringtone Maker সবাইকে অনেক ধন্যবাদ! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।