বাস্তব জগৎ আর স্বপ্নের সমন্বয়কারী আজ আমি সারাদিন একাকী হাঁটবো। সারা শহরের মাঝে হেটেও আমি থাকব একাকি।
সত্যি আমি আজ একাকি থাকব। চারিদিকের সকল জীবিত প্রাণীদের মাঝে আমি মৃত হয়ে চলবো। কেউ আমাকে আজ কিছু বলবে না।
কাউকে আমি আজ কিছু বলব না। আজ আমি আর কোন মিথ্যার আশ্রয় নিব না। আজ আমি আর বলব না আমি এখনো জীবিত।
রাতের পরীও আজ আমার সাথে থাকবে না। থাকবে না দুপুরের তীব্র রোদ্দুর।
হেটে যাব আজ আমি, যেদিকে বাতাস বইবে। এভাবে একসময় বাতাসের তীব্রতা আমাকে ঠেলে নিয়ে যাবে মহাকালে। সময়ের অস্তিত্ত থাকবে না সেখানে। বাস্তবতার জগতের একাকিত্ব কাটিয়ে পৌঁছে যাব আমি অনন্তে। সত্তিকার একাকীত্ব যেখানে থাকবে বিরাজমান।
আলোয় আবৃত মহাকালের অন্ধকারে নিজেকে নিমজ্জিত করব। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।