নদীর জলে, হিজল তলে। পপ সংগীতের জনপ্রিয় এ শিল্পী উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ মমতাজ আলী খানের কন্যা। ফকির আলমগীর এ শিল্পী সম্পর্কে বলেন, ‘সত্তর দশকে ফকির আলমগীর, আজম খান, ফেরদৌস ওয়াহিদ, ফিরোজ সাঁইয়ের পাশাপাশি পিলু মমতাজ ও নাজমা জামান দর্শক-শ্রোতাদের মাতিয়ে রাখতেন। বাংলা গানের পপ ধারা তৈরির ক্ষেত্রে পিলু মমতাজের অবদান অনস্বীকার্য। ’
ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘পিলু খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে গেল।
আমাদের সম্পর্কটা ছিল একেবারে বন্ধুর মতো। সর্বশেষ একসঙ্গে গান করি সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের একটি অনুষ্ঠানে। দুই দিন আগেও পিলুর সঙ্গে আমার কথা হয়। তাঁর মৃত্যুতে বাংলা গানের অপূরণীয় ক্ষতি হলো। আমরা এক মেধাবী শিল্পীকে হারালাম।
’
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।