Cheiro Sharier এর বাংলা ব্লগ সহোদর-আমা’হতে ছোট্ট- পাঁচ বছর বড় হয়ে গেছে-শৈশবের তুলতুলে গালে করিনা আদর চিন্তা-চেতনায়-ধ্যানে-জ্ঞানে উল্টো-পাল্টা বাক্যবানে- উদ্যত হই দিতে চড়! ক্লাসের ফাষ্ট বয়-বিশ্ববিদ্যলয় তাতে'ই কি সব হয়? শুধু পুঁথিতে নয় জীবন ফুলশয্যা নয়-বড়ই কন্টকাকীর্ণময় কঠিন বাস্ততার নিরিখে স্বীয় অভিজ্ঞতা পেড়িয়ে অন্যদের জীবন থেকে দীক্ষা নিতে হয় চেচামেচী-রাগ-অনুরাগ-বিরাগে ও বোঝেনো বড় দায়! স্বীয় শাষনে পড়ি শংকায়-দ্বিধায় এমন -ই হয়তো ভাবছিস আমায়! এ জগতে রক্তের- ঐশ্বরীক ঐ বন্ধন শরীরের অংশের মতন- আছে ক’জন? আমার যে কনিষ্ঠার অংগুলেই গুনা যায়........................ "তোরে পছন্দ করি না রে ভালোবাসি কলিজা ভরে" বড় কষ্ট পাই যখন দেখি ভাই আমার কাটাচ্ছে দৈন্যদশায় শিউরে উঠি- সাতার’টাও জানিস না বুঝি অজানা আশংকায়…………. আজ ভাই সাথে নাই হাজার মাইল দূরে-আমাদের ছেড়ে যেন আমি- এতিম হয়ে গেছি বুকের বাঁ পাশে-অবশ হয়ে গেছে ভাই হীন বড় একা আমি-এই সমাজে....... তবু চাই এই জীবনে-সমৃদ্ধির সুউচ্চ গগণে ভাই আমার থাকুক-হাজার বছর বেঁচে আত্নার মাঝে-পাবো সুখ খুঁজে যেমন ইচ্ছে ভাবিস্ আমায় কোন দুঃখ নাই………………......................................................
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।