আমাদের কথা খুঁজে নিন

   

অণুকাব্য-ইজিপশিয়ান গামলা

অপূর্ণতার মাঝে পূর্ণতা খুঁজি,এসো নতুন করে জীবনের মানে বুঝি.... ১. ইজিপশিয়ান ভূড়ি ওয়ালা গামলা ওরে বাপ ভূড়ি সামলা!!! বুঝে শুনে দিয়ে মাপ তৈল মারবি মার না বাপ। সাহস কতো তাকালি বুড়ির দিকে চোখ দু'টো দিবো টেরা করে। ২. ইজিপশিয়ান লুচু লাগে যদি পিছু তাকাবে কটমট করে পালাবে বেটা ভয়ে। যদি বাড়ে বাড় ভেঙ্গে দিবে হাড় ঠেলার নাম বাপ ঠেঙ্গানির প্রথম ধাপ। ৩. তুমি কি ডরাও সখি গামলার রাঘবে উচ্চ করিয়া শির আঘাত উল্টো হানিবে। সত্য সহায় তোমার বিশ্বাস রাখিবে প্রানে কোন বাধা বাধা নয় তোমার চলার পথে। সত্য সুন্দর মমঃ বিশাল তবঃ অন্তরখানি সকল অধার দূরে সরে জেগে উঠো সপ্তর্ষি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।