সাম্যের গান গাই- আমার চক্ষে পুরুষ রমনী কোন ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান, সৃষ্টি চির কল্যানকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর...........। আমি রক্তে, মাংসে গড়া অতি সাধারন এক মানুষ........... তবে আমি প্রচন্ড রকমের স্বপ্নবিলাসি। সেসব স্বপ্নের কিছ ১১ই মার্চ, আজকে আমার কচ্ছপের জন্মদিন। কচ্ছপের সাথে আমার যখন পরিচয় হয়, সে বছর তার জন্মদিনে তাকে আমি বার্থডে উইশ করেছিলাম ব্যাপক রাগারাগির সাথে............!!! কচ্ছপ আমাকে খুব কিউটি কিউটি ভাবে "sweet little princess" বলে ডাকতো........ কচ্ছপটাকে মাঝে মাঝে খুব বেশী মিস করি। সেদিন শুনলাম কচ্ছপটা নাকি ভালো নাই, ওর অবস্থা খুব বেশী খারাপ........... ১১ই মার্চ, এই দিনটাকে আমি "বিশ্ব চা দিবস" বানিয়েছি। এই "বিশ্ব চা দিবস" এর সূচনা হয় ২০১১ সালে। এই দিনে আমি সারাদিন অনেক অনেক চা খাই। চায়ে প্রতিটা চুমুক দেয়ার সময় আমি মনে মনে কচ্ছপকে বার্থডে উইশ করি আর কচ্ছপটার জন্য টুকটাক দোয়া করি এই ব্যাপারটা অবশ্য ২০১১ তে ছিল না। Is there a birthday message in this world that could include all my feelings in two lines? There never was and there never will be. That's why I simply want to close my eyes and tie in all the wishes of my heart in two simple beautiful words? HAPPY BIRTHDAY.............
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।