আমাদের কথা খুঁজে নিন

   

ডিএসই-সিএসইর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক আজ

আসছে বাজেটকে সামনে রেখে পুঁজিবাজারের প্রধান দুই স্টেকহোল্ডার ঢাকা ও চট্টগ্রাম স্টক এঙ্চেঞ্জের সঙ্গে আজ বৈঠকে বসছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ ছাড়া বর্তমান বাজার পরিস্থিতি ও পুঁজিবাজারের সংস্কার ইসু্যও আলোচনায় স্থান পাবে। বৈঠকে দুই স্টক এঙ্চেঞ্জের পক্ষ থেকে কিছু প্রস্তাবনা তুলে ধরা হবে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তারা পুঁজিবাজারকে আরও স্থিতিশীল ও গতিময় দেখতে চান। বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে এমন কোনো ঝুঁকি নিতে রাজি নন তারা।

তাই বাজেট প্রণয়নে পুঁজিবাজার ইসু্যটিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। জানা গেছে, বাজেটে পুঁজিবাজারের জন্য নতুন কোনো সুবিধা বা প্রণোদনার প্রস্তাব করছে না দুই স্টক এঙ্চেঞ্জ। নতুন কোনো ব্যবস্থা যাতে বাজার অস্থির না করে তার প্রতি বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে বিও হিসাবের জন্য কর শনাক্তকরণ নম্বর (টিন) বাধ্যতামূলক না করা এবং ব্যক্তি বিনিয়োগকারীদের মূলধনী মুনাফাকে করমুক্ত রাখার বিষয়টি নিশ্চিত করতে চান। বাজেট নিয়ে প্রতিবছরই বিনিয়োগকারীদের আগ্রহ থাকে।

তবে এবারের আগ্রহ অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। সাম্প্রতিক ধসের পর বাজারে যথেষ্ট অস্থিরতা বিরাজ করছে। ঢাকা স্টক এঙ্চেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ৯ হাজার পয়েন্ট থেকে সাড়ে ৫ হাজার পয়েন্টে নেমে এসেছে। ৩ হাজার কোটি টাকার দৈনিক লেনদেন দাঁড়িয়েছে ৪০০ কোটি টাকায়। এদিকে বাজেট নিয়ে বাজারে চলছে নানা গুজব।

বিনিয়োগকারীদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এমন অবস্থায় আগামী বাজেটকে অতীতের যে কোনো সময়ের তুলনায় গুরুত্বপূর্ণ মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, বাজেটে নেতিবাচক কোনো কিছু না থাকলে বাজার ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।