আমি ভাই জিপসী মানুষ । বাংলাতে যাকেবলে যাযাবর । আমি অলটাইম রাস্তা-ঘাটে থাকি । এখান-সেখান ঘুরে বেড়াই । সমাজের হাল-চিএ অবলোকন করি আর ভাবি ।
আজ এ জগতে থাকি তো কাল ওজগতে,আজ মামার বাড়ী কাল চাচার বাড়ী। কখনো বিজনেস করি কখনো জব । কখনো পড়াশোনা করি কখনো......শ ১টা অফিসের জন্য লোগো খুব প্রয়োজন । সেটি দৃষ্টি নন্দন এবং অ্রাকর্ষনীয় হতে হবে ।
এটি অ্রাজ সকাল ১০:০০ টার অ্রাগে লাগবে ।
যদি কেউ ফ্রীতে করে দেয় তবে ভাল কথা ।
অ্রার না হয় উপষুক্ত পরিশ্রমিক দেয়া হবে ।
সেটা কাজ শেষে দেয়া হবে ।
মোবাইলের মাধ্যমে বা বাংক এ্যাকাউন্টে ।
অ্রাগ্রহীগণ মেইল করুনঃ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।