আমাদের কথা খুঁজে নিন

   

আসুন না পথশিশুদের সাথে আম উৎসবে যোগ দেই!

'কিছু মাতাল হাওয়ার দল... শুনে ঝড়ো সময়ের গান... এখানেই শুরু হোক রোজকার রূপকথা... / কিছু বিষাদ হোক পাখি... নগরীর নোনা ধরা দেয়ালে কাঁচ পোকা সারি সারি... নির্বান নির্বান ডেকে যায়...' উপরের ছবিটি দেখুন। এই ছেলেটার নাম সাব্বির। দুটা আম পেয়ে কি খুশি! হলফ করে বলা যায় এরকম নিষ্পাপ নির্মল হাসি জীবনে খুব কমই দেখা যায়। ছবিটা তোলা হয়েছিলো গত বছরের আম উৎসবের সময়। পথশিশুদের সাথে আম উৎসব।

প্রতিবছর এরকম উৎসবের আয়োজন করে একটি ফেসবুক গ্রুপ। নাম আমরা খাটি গরীব । শুধু আম উৎসব নয়; সবার আন্তরিক সহযোগীতায় এ গ্রুপটি প্রতিবছর শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে। শুনতে অবিশ্বাস্য শোনালেও সত্যি গত দুই বছরে গ্রুপটি শীতার্তদের মাঝে প্রায় ১০০ বস্তা কাপড় দেড় লক্ষ টাকার শীতবস্ত্র বিতরণ করেছে। কথা হচ্ছিলো আম উৎসব নিয়ে।

গত বছর ঢাকা শহরের ছয়টি স্কুলে গ্রুপটি প্রায় কয়েকশ পথশিশুর মাঝে আম বিতরণ করেছে। এবারও এরকম একটি আয়োজন করতে যাচ্ছে আমরা খাটি গরীব। আগামী ২৫ জুন ঢাকার পাশাপাশি চট্রগ্রামেও অনুষ্ঠিত হবে এই উৎসব। সাথে আছে রেডিও আহা। আপনিও খাটি গরীবের সাথে যোগ দিতে পারেন।

গরীবের চাহিদা কম। আপনার এক ঘন্টার মোবাইল বিল কিংবা রিক্সা ভাড়ার কিছু অংশ দিলেই একটা পথশিশুর মুখে হাসি ফুটবে। আপনার একটু সাহায্যের অপেক্ষায় চেয়ে আছে সাব্বিরের মতো নিষ্পাপ কোন শিশু। আমাদেরকে সাহায্য পাঠানোর ঠিকানাঃ একাউন্ট নেমঃ রোহিত হাসান কিসলু একাউন্ট নম্বরঃ ১১০.১০১.৯৭৭৮৩ ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। আমাদের সাথে যোগ দিতে পারেনঃ আমরা খাটি গরীব।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।