তুমি বল! তোমার প্রতিপালক প্রভুর পক্ষ থেকে পূর্ণ সত্য সমাগত, অতএব কেউ চাইলে ঈমান আনতে পারে আবার কেউ চাইলে অস্বীকারও করতে পারে। (সূরা আল্-কাহাফ: ৩০) কথা বাড়াবো না। শুধু নিচের স্টেপগুলো ফলো করলেই ইসেট স্মার্ট সিকিউরিটি এর ট্রায়াল লাইসেন্স বানাতে পারবেন। যেটার মেয়াদ হবে ১ মাস। খুব সহজ, ঘাবড়াবেন না...
১. মেইলইনেটর এ যান।
বি:দ্র: বর্তমানে মেইলইনেটর কে ইসেট ব্যান করে দিয়েছে। তাই 33mail.com ব্যবহার করে ডিসপসেবল/ওয়ানটাইম ইমেইল এড্রেস বানান(তাদের প্রসিডিউর অনুযায়ী) এবং বাকি সব প্রসিডিউর আগের মতই। সম্পূর্ন টিউটোরিয়াল এর জন্য এই সাইট এ ভিিজট করুন: bit.ly/SEset
২. আরেকটি ট্যাব এ নিচের যেকোন একটি লিংক এ যান:
http://www.eset.eu/trial-f/?dis=2FC551F2
http://www.eset.eu/trial-f/?dis=D60CF6F7
Email.: লেখা একটি বক্স আসবে।
৩. মেইলইনেটর এ ফিরে আসুন। Check your inbox! এর নিচের বক্স এ যেকোন একটি Random ID লিখুন।
যেমন: abcd1234
৪. একটি ইনবক্স ওপেন হবে। যেখানে এরকম একটি লেখা দেখতে পাবেন:
Alternate Address for this Inbox:
এক্ষেত্রে এটা হচ্ছে আপনার ডিসপজেবল ইমেইল এড্রেস। এড্রেসটি কপি করে অন্য ট্যাব এ ফিরে যান এবং Email.: নামের বক্স এ পেস্ট করে Submit করুন। ১ মিনিট অপেক্ষা করুন। এবার মেইলইনেটরের ইনবক্সটি রিফরেশ(রিলোড) করুন।
দেখবেন ইসেট থেকে একটি মেইল এসেছে। তাতে আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দেওয়া থাকবে।
বি:দ্র: ১ টি ডিসপজেবল এড্রেস ১বারই ব্যবহার করা যাবে। তাই প্রত্যেকবার ইউজারনেম বানানো সময় রেনডম আইডি ভিন্ন ভিন্ন দিতে হবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।