আমাদের কথা খুঁজে নিন

   

মৃত সন্তানেরা

নামটা মনে রাখবেন ওই, হাতের মুঠো ছেড়ে ছড়ালো ওরা মুঠোর ভেতর কেপেঁ উঠলো বংশ পরম্পরা! ছিটকে এলো লাখো লাখো শুক্রাণু সাদাটে তরল ছড়ালো রংধনু! আমার সম্মুখে , মেঝেতে গড়াগড়ি আমার মৃত সন্তানেরা ইতস্তত যায়। পেছনে তাদের পিতার নির্মম মাড়ি হাসি ছড়ায় হস্তমৈথুনের সফলতায়! চোখ বুজে আসে নির্লিপ্ত সুখে চোখ পড়ে না মৃত সন্তানের মরামুখে। হয়তো ওরা ভাবে , পরজনমে দেখে নেবে ওরা। আমার; আমাদের মৃত সন্তানেরা। 'মৃত সন্তানেরা' - সন্ধি মুহিদ

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।