আমাদের কথা খুঁজে নিন

   

আমি তো চাইনি

আমি তো চাইনি তোমাকে এমন করে ভালবাসতে বাধ্য করেছিল তোমার মাধুর্য্যতা, অপার সৌন্দর্য্যে ভরা রুপের মায়া কটাক্ষ আর মাদকতায় । মোহনীয় চোখের বাকা চাউনীতে সিক্ত হয়েছিল আমার খরা জমিন। কেন তবে, শিখিয়েছিলে মেয়েদের মন জয় করার অমোঘ কৌশল । ফেসে গেলে অবশেষে তুমিই যার জালে। আমি তো চাইনি তোমার এমন করে চলে যাওয়া বাধ্য করেছিল তোমার কর্কশতা আবরণের নীচের রুপের মায়ার হিংস্রতা আর বিভৎসতা। মোহনীয় চোখের ফাদে ফেলে পরপুরুষের আবদ্ধ করার নেশা। শুধু একবার এসে বল বন্ধ চিরতরে এ মায়ার ডালা, আমার দরজা তোমার তরে চিরদিনের জন্য রইল খোলা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।