আসছে জুন মাসেই ১২ হাজার টাকায় ল্যাপটপ পাওয়া যাবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু। পাশাপাশি ইন্টারনেট সংযোগের ব্যান্ডউইথের ফিও কমানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি। বুধবার দুপুরে গাজীপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে আহসান উল্লাহ মাস্টারের সপ্তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ১২ হাজার টাকার ল্যাপটপ জুন মাসেই বাজারে আসছে। আর বর্তমানে যে ব্যান্ডউইথ কিনতে ১২ হাজার টাকা লাগছে, জুন থেকে তা পাওয়া যাবে ১০ হাজার টাকায়। বাংলাদেশ থেকে ইন্টরনেটে তথ্য-আদানপ্রদানের ক্ষমতা ৪৫ গিগাবাইট থেকে বাড়িয়ে ১৪৫ গিগাবাইট করার কাজ চলছে বলেও জানিয়েছেন তিনি। রাজু জানান, শিগগিরই দেশের ৮ হাজার ৪০০ ডাকঘরে ই-সেন্টার চালু করা হবে। এর মধ্য দিয়ে ইন্টারনেট সেবা সাধারণ মানুষের নাগালে পৌঁছে দেওয়ার পাশাপাশি গ্রামের মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। গাজীপুর যুব উন্নয়ন অধিদপ্তর এবং তালিকাভুক্ত যুব সংগঠনসমূহের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন তালুকদার, সাবেক সংসদ সদস্য কাজী মোজাম্মেল হক, আব্দুল বারেক মিয়াজি ও অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।