আমাদের কথা খুঁজে নিন

   

ফেইসবুক টিপসঃ বন্ধুদের খবর জানা যাবে নতুন আঙ্গিকে

মুক্তমন। █▓▓▓▒▒▒░░░░                     >>> ফেসবুকে বন্ধুদের খবর দেওয়া হবে এভাবে ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে এবার নতুন আঙ্গিকে জানাবে বন্ধুদের খবরাখবর। অর্থাৎ নতুন নকশার ‘নিউজফিড সুবিধা’ চালু হতে যাচ্ছে। মুঠোফোন উপযোগী উন্নত নতুন এ নিউজফিডের চেহারা সবার জন্য শিগগিরই উন্মুক্ত হবে। ‘নিউজফিড নতুন রূপে দেখো’ স্লোগানে চালু হচ্ছে এ সুবিধা।

মুঠোফোন এবং ডেস্কটপ কম্পিউটারের উপযোগী নতুন এ চেহারা ফেসবুককে নতুন একটি ধাপে নিয়ে যাবে বলে মনে করছে ফেসবুক কর্তৃপক্ষ। নতুন নিউজফিডে থাকবে উন্নত রঙিন ফিড, হোমপেজ নিজের মতো করে তৈরি করা, বিভিন্ন যন্ত্রে একই রকম দেখার সুবিধা ইত্যাদি। অনেকটা খবরের কাগজের একটি রূপ দেখা যাবে নতুন নিউজফিডে। থাকবে ছবি, সংবাদসহ নিউজফিডের অন্যান্য বিষয়ও। শুরুতে আইফোন এবং আইপ্যাডের জন্য এ সুবিধা চালু হচ্ছে।

পরবর্তী সময়ে অ্যান্ড্রয়েডের জন্যও এ সুবিধা চালু হবে বলে জানা গেছে। ২০১১ সালের শেষের দিকে ফেসবুকে টাইমলাইন সুবিধা চালু হওয়ার পরই নিউজফিড সুবিধা ব্যবহার করতে পারছেন ব্যবহারকারীরা। এরপর এবারই প্রথম নিউজফিডে পরিবর্তন আসছে। ব্যবহারকারীদের উন্নত টাইমলাইনে গতিশীল নিউজফিড সুবিধা দিতে এর আগে ফেসবকু আইওএস অ্যাপ চালু করে। নিউজফিডের নতুন এ সুবিধা ফেসবুকের প্রধান কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে চালু করা হবে বলে জানা গেছে।

আর এ সুবিধা কেমন হবে সেটিও নির্দিষ্ট কিছু ব্যবহারকারীকে দিয়ে পরীক্ষা করানো হচ্ছে। ফেসবুকের প্রতিদ্বন্দ্বী হিসেবে গুগল প্লাস নানা ধরনের সুবিধা চালু করার পর ফেসবুকও বেশ কিছু নতুন সুবিধা চালুর ব্যাপারে উদ্যোগী হয়। এরই উদ্যোগ হিসেবে ফেসবুকের এমন সুবিধা চালু হচ্ছে বলে মনে করছেন সামাজিক যোগাযোগের বিশেষজ্ঞরা। নিউজফিডের নতুন রূপ দেখা যাবে http://www.facebook.com/about/newsfeed ঠিকানায়। আর আপনি সুবিধাটি চালু হলে সহজেই পেতে চাইলে Join Waiting List-এ ক্লিক করে আপনিও এ সুবিধা নেওয়ার ইচ্ছার কথা জানাতে পারবেন।

সূত্রঃ— ১) টাইমস অব ইন্ডিয়া, ২) প্রথম আলো __________________________________________________________              

  লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ফেইসবুক টিপস্ ; প্রকাশ করা হয়েছে: কলকব্জা  বিভাগে । সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...   [বিজ্ঞাপন] এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান    বন্ধ করুন এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান    বন্ধ করুন আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন আপনার নাম : আপনার ই-মেইল আপনার বন্ধুদের ইমেইল মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন hi, i have been reading a wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net//blog/ikhtamin/29794458 , please visit the link and rate it if you like. :-) নিজেকেও একটি কপি পাঠান ২২টি মন্তব্য ১-২২ ১. ১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৯ এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: ১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:২১ লেখক বলেছেন: কী? শুভ সকাল! শুভ কামনা! ২. ১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩১ পথ-হারা এক পথিক বলেছেন: টেলিটকের অ্যাডটাও কি নয়া টাইমলাইনে থাকবো? ১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৪ লেখক বলেছেন: না না না ভাইয়া. ওটা আমার এই পোস্টেই সীমাবদ্ধ। হাহাহা ৩. ১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৯ ভবঘুরে তৌহিদ বলেছেন: আমার লেখাটা পড়ার অনুরোধ রইল Click This Link ১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৬ লেখক বলেছেন: হ্যাঁ ভাই. পড়ে এসেছি। লিখতে থাকুন. ৪. ১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪২ পেন্সিল চোর বলেছেন: ভালো!! ভালো!!! ১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৭ লেখক বলেছেন: কেমন ভালো? সেটা তো বললেন না! ৫. ১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৫ জাওয়াদ তাহমিদ বলেছেন: লগে টেলিটকের অ্যাড ফিরি, ১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৮ লেখক বলেছেন: জী. ভাইয়া! এমনিই দিলাম. ৬. ১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:০০ এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: ইখতামিন টেলিটকে জব করে ১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৫ লেখক বলেছেন: নারে.... হাহাহা! স্বর্ণাপু! উত্তর সঠিক হয়নি! এটা কিন্তু (কপিরাইট: লোনলি) ৭. ১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:০০ টানিম বলেছেন: হুম , গতকাল দেখলাম । পড়ে আসবেন আশা করি ।

Click This Link ১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৮ লেখক বলেছেন: গতকালই দেখেছেন? আচ্ছা পড়বো। ভালো থাকবেন. ৮. ১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:০০ চেয়ারম্যান০০৭ বলেছেন: good ১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৯ লেখক বলেছেন: থ্যাংক্স চেয়ারম্যান ভাই. ভালো থাকবেন. ৯. ১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৮ জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ভালু খপর। প্লাসাইলাম ৩ লম্বর ১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:১০ লেখক বলেছেন: আসলেও ভালা কবর ধৈন্যা হাতা লন ১০. ১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৮ সেলিম আনোয়ার বলেছেন: ৪র্থ +++ ১১ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৪ লেখক বলেছেন: ৪র্থ ভালো আরেক জনের ১১. ১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৯ সেলিম আনোয়ার বলেছেন: আসলে ৫ নম্বর+++ ১১ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৭ লেখক বলেছেন: হাহাহ. আমি জানি. কেমন আছেন? শুভ কামনা রইল.   আপনার মন্তব্য লিখতে লগইন করুন ।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।