যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে কবি ভাবছেন,কবিতা লেখা ছেড়ে দিবেন। কোন অনুসর্গই প্রেরণা জোগায় না আর । ভরা জোছনা, ভর দুপুরের বৃষ্টি, অষ্টাদশীর সাথে চোখাচোখি, নৈরাজ্যের নৈসর্গ; না,আর ইচ্ছে জাগায় না। প্রেম নিয়ে কবিতা ? না। জল নিয়ে ? কিংবা নারীর মন,জলের মতন; ভাঙ্গেনা,শুধু পিছলায়; আর ফুসফুসে কষ্ট বাড়ায়,এই টাইপের? না,ইচ্ছে হয় না।। কবিতায় কি লেখা হবে না আর চোখবন্ধ রমণীর স্নান, চিলেকোঠায় একলা গান, একটা একটা জলের ফোটা পদ্ম পাতা, ফিসফিসিয়ে কথা বলা, লোকাল বাসে বানর ঝোলা, কিংবা ঘরে বসে বিশাল দেশপ্রেমের কথা ? না,কবির ইচ্ছে নেই, তাই ভাবছেন, ছেড়ে দিবেন মায়া কান্না, শুধু শুধু ঢেউ গুনা, ব্যস!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।